নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিকার চাই

| বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

বর্তমানে বিশ্বব্যাপী করোনা মহামারি চলছে। একদিকে করোনার ভয়াল থাবা অন্যদিকে পণ্যদ্রব্যের অসহনীয় দামে জনজীবন বিপর্যস্ত। করোনার কারণে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা কমে গিয়েছে। আর নিত্যপণ্যের বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার প্রবণতা হয়েছে।
দিও টিসিবি কম দামে পণ্যদ্রব্য বিক্রি করছে কিন্তু তা পাচ্ছে হাতেগোনা কয়েকজন মানুষ। এই কঠিন সময়ে অনেক মানুষ চাকরি হারিয়েছে, অনেকে সহায় সম্বল হারিয়ে একেবারেই নিঃস্ব তার উপর এই অস্বাভাবিক দাম তাদের কাছে আগুনে ঘি ঢালার মতো। এই নতুন বছরে সরকার যদি যেসব পণ্যের উপর ভ্যাট চলমান রয়েছে সেসব পণ্যের ভ্যাট কমিয়ে দেয় অথবা অন্য কোনো উপায়ে যদি পণ্যের দাম নিম্নমুখী করা যায় তবে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে বলে আশা করা যায়।এতে করে জনজীবন অনেক সহজ হয়ে যাবে।

জয়দেব ভট্টাচার্য্য
দক্ষিণ কাট্টলী,
চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধমহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানী
পরবর্তী নিবন্ধসড়কে মৃত্যুর মিছিল থামাতেই হবে