সড়কে মৃত্যুর মিছিল থামাতেই হবে

লালন কান্তি দাশ | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিস্তার কিছুতেই থামছে না। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ঘটছে মৃত্যু, পঙ্গুত্ব বরণ করছে অসংখ্য মানুষ, বিনষ্ট হচ্ছে সম্পদ। রাস্তায় বের হলে সুস্থভাবে বাড়ি ফেরার কোনো নিশ্চয়তা নেই। এর যেন কোন প্রতিকার নেই। দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তির পরিবারে নেমে আসছে অবর্ণনীয় বিপর্যয়। মানুষের কান্নার রোল দিনদিন ভারী হচ্ছে। সমপ্রতি চকরিয়ায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচ ভাইয়ের মৃত্যুর ঘটনা সারাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। অপ্রশস্ত রাস্তা, জরাজীর্ণ যানবাহন, অদক্ষ চালক, গাড়ি চালনায় বেপরোয়া ও প্রতিযোগিতামূলক মনোভাব, অতিরিক্ত যাত্রী বোঝাই, ট্রাফিক জ্ঞানের অভাব, হাইওয়ে পুলিশের স্বল্পতা,মানুষের অসচেতনতা, আইনের প্রয়োগ না হওয়া সহ নানা কারণে ঘটছে সড়ক দুর্ঘটনা। এদেশে চালক তৈরির প্রক্রিয়াটি পুরোপুরি ত্রুটিপূর্ণ। অবিশ্বাস্য হলেও সত্যি এদেশে চালক হতে কোন যোগ্যতাই লাগে না।অথচ দক্ষ চালক হওয়ার জন্য স্বীকৃত প্রতিষ্ঠান হতে উপযুক্ত প্রশিক্ষণ ছাড়াও নূন্যতম বয়স, শিক্ষা ও শারীরিক সক্ষমতার কোন বিকল্প নেই। আমাদের দেশে অধিকাংশ চালকের মধ্যে এসবের ঘাটতি রয়েছে। যা সড়ক দুর্ঘটনায় মূল কারণ। বেশিরভাগ চালকের বৈধ কোন লাইসেন্স নেই, সড়ক-মহাসড়কে চলমান অনেক গাড়ির পর্যাপ্ত ফিটনেস নেই। পরিবহন খাতের সাথে সংশ্লিষ্ট বিভাগ ও ব্যক্তিদের উদাসীনতা, অযোগ্যতা, অনিয়ম ও দুর্নীতি এ পরিস্থিতিকে ক্রমান্বয়ে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে।অনেক পরিবহন মালিক অতিরিক্ত অর্থ উপার্জনের নিমিত্তে চালকদের বিশ্রাম দিতে চান না। অনেক চালক মাদকাসক্ত হয়ে গাড়ি চালান যা সড়ক দুর্ঘটনার হার ও ভয়াবহতা দিনদিন বাড়িয়ে তুলছে। সড়ক দুর্ঘটনায় দায়ীদের শাস্তির বিধান থাকলেও এর প্রয়োগ নেই বললেই চলে।যার কারণে যে কোন ধরনের অনিয়ম বা মানুষ মারা গেলেও সংশ্লিষ্টদের মধ্যে ভয় বা অপরাধবোধ কাজ করে না। প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ চালক ও আইনের যথাযথ প্রয়োগ সড়ক দুর্ঘটনা রোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। মানুষের জীবন বাঁচাতে পরিবহন বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সড়ক দুর্ঘটনার সম্ভাব্য সকল কারণ চিহ্নিত করা ও দ্রুততার সাথে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে সড়ক দুর্ঘটনার হার কমিয়ে আনা সময়ের দাবি। প্রতিনিয়ত অসংখ্য মানুষকে নিঃশেষ করে দেওয়ার জন্য দায়ী এ মহামারি থামাতেই হবে। পাশাপাশি জনগণের সচেতনতারও কোন বিকল্প নেই। সড়ক নিরাপদ ও ভ্রমণ আনন্দদায়ক হোক-এটাই সকলের চাওয়া।
লেখক : প্রাবন্ধিক; প্রভাষক, নোয়াপাড়া ডিগ্রি কলেজ

পূর্ববর্তী নিবন্ধনিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিকার চাই
পরবর্তী নিবন্ধশূন্য বাসর