নিজেকে ছাড়িয়ে তামান্না

মেধাবী মুখ

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২০ at ৩:২০ অপরাহ্ণ

‘ভালো কাজের স্বীকৃতি পাওয়ার আনন্দটাই অন্যরকম। আর তা যদি হয় দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে তাহলে তো কথাই নেই! আমি বাংলাদেশকে ভালোবাসি। এদেশের মানুষদের ভালোবাসি। তাদের জন্য কিছু করতে চাই সবসময়’।

ঠিক এভাবেই কথাগুলো বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে মাস্টার্স ও অনার্স-দুটোতেই প্রথম শ্রেণিতে প্রথম হওয়া মেধাবী মুখ ফৌজিয়া নিজাম তামান্না। পরীক্ষায় ভালো ফলাফল করার কারণে ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেও তিনি পেয়েছেন আর্শীবাদ। উৎসাহ দিয়ে তামান্নাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, ‘তোমার লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে তুমিও একদিন পৌঁছে যাবে সাফল্যের চূড়ায়। তার জন্য চাই সততা, নিষ্ঠা আর নিরলস পরিশ্রম।’ কথাগুলো আজও অনুপ্রাণিত করে তামান্নাকে।

তামান্নার স্বপ্ন বুদ্ধিভিত্তিক রাজনীতির সঙ্গে থাকা। আর তাই তো মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দীক্ষাটা নাকি পারিবারিকভাবে পেয়েছিলেন সেই ছোটবেলা থেকে।

মেধাবী শিক্ষার্থীরা তো রাজনীতিতে আসেন না?-এমন প্রশ্ন করতেই সদা চটপটে তামান্না হাসি ছড়িয়ে বললেন, রাজনীতি নিয়ে মানুষের বিরুপ ধারণা আছে। সেই ধারণা পাল্টাতে চাই আমি। মেধাবী শিক্ষার্থীরা রাজনীতিতে না আসলে গতানুগতিক রাজনীতির পথটা পরিবর্তন হবে কেমন করে।

প্রধানমন্ত্রীর সঙ্গে দুইবার সাক্ষাৎ করেছেন রবীন্দ্র সংগীত প্রিয় ফৌজিয়া নিজাম তামান্না। সেই গল্পটা শুনতে চাইলে তিনি বলেন, জাতীয় নির্বাচনের পর ২০১৯ সালে গনভবনে খুব কাছ থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিার সঙ্গে সাক্ষাৎয়ের সুযোগ হয় আমার। আরেকবার ২০১৩ সালে। প্রথমবার তার সামনে মাইক্রোফোন হাতে কথা বলেছিলাম।
তিনি তন্ময় হয়ে চেয়ারে বসে শুনেছেন আমার কথা। পরের বার তার পদধূলি নিয়েছিলাম।

প্রধানমন্ত্রীর কথা বলতে গিয়ে তামান্না বলেন, সত্যি কথা বলতে তাকে দেখেই রাজনীতিতে আসার ইচ্ছাটা আরও প্রবল হয়েছে হৃদয়ে। তিনি আমার মাথায় হাত রাখলেন। আমি একেবারে নির্বাক। কি চমৎকার মানুষ। কোনো অহংকার নেই। খুব-ই সাবলীল ও সরল রাষ্ট্র নায়ক। উনি মমতাময়ী, ব্যক্তিত্ববান। দূরদর্শী নেতৃত্বের অধিকারী।

অভিনয়, নাট্যরচনা আর পরিচালনায় পটু তামান্নাকে যে তার ভক্ত ও অনুসারীরা ভীষণ ভালোবাসে তার নজির ফেসবুকের প্রোফাইলে ঢুকেই পাওয়া গেল। পড়ালেখার পাশাপাশি আলো ছড়ানো তামান্নার গুণের লিস্টিটা যেন বেশ বড়-সড়!

টেলিভিশন নাটক, মঞ্চ কিংবা স্বল্পদৈর্ঘ্য- সবখানেই সরব উপস্থিতি তার। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জন্মেছেন। বাবা নিজামুল হক চৌধুরী। মা বদরুন্নেছা চৌধুরী। এক ভাই এক বোনের মধ্যে তামান্না সবার বড়। নির্দিষ্ট গন্ডিতে আবদ্ধ না থেকে মেয়েটি নিজেকে ছড়িয়ে দিতে চান সবার মাঝে।

পূর্ববর্তী নিবন্ধদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১ অক্টোবর পর্যন্ত
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় হাতির আক্রমণে কৃষক নিহত