নারীর নিরাপত্তা কোথায়?

মিনহার সুলতানা নিকা | বুধবার , ৭ অক্টোবর, ২০২০ at ১০:৩৯ পূর্বাহ্ণ

ধর্ষণ কোনো ক্রিকেট খেলায় জিতে পুরস্কার পাওয়া নয়, ধর্ষণ কোনো শখ নয়, ধর্ষণ কোনো আধুনিক সভ্যতার সংস্কৃতি নয়, ধর্ষণ সমাজে সীমাবদ্ধ নয়। তবে কেন আজ সর্বত্র ধর্ষণের বিস্তার? কেন ধর্ষিত নারীর আর্তনাদে পৃথিবী নিস্তব্ধ? সকাল বেলা পত্রিকা হাতে নিয়ে পড়তে হয় ধর্ষণের কাহিনী। সবাই ভাবছেন কারা এই ধর্ষক? এই ধর্ষক হচ্ছে এই সমাজে বেড়ে উঠা কিছু মানুষরূপী পশু। এদের কোন মনুষ্যত্ববোধ নেই। নেই কোন বিবেক। জোর করে কেড়ে নেওয়া নারীর সম্মান, আর্তনাদ কি কখনো গুছিয়ে দিতে পারবে ধর্ষক। তবে কেন এতো ধর্ষণ? ধর্ষক কি শুধুই নারী পিয়াসী? তবে কেন শিশু ধর্ষিতা? নারীর অতৃপ্ত আত্মার আর্তনাদ আজ দেশজুড়ে। তবে হোক বিদ্রোহ। ধর্ষক হোক চিহ্নিত। বিচার হোক ধর্ষকের ভেঙে যাক ধর্ষকের কালো হাত। ধর্ষকের কবল থেকে রেহাই চাই নারী সমাজ। আসুন মা,বোন, স্ত্রী, শিশু নিরাপত্তার জন্য রুখে দাঁড়াই।

পূর্ববর্তী নিবন্ধনারী নির্যাতন ও কিছু কথা
পরবর্তী নিবন্ধওদের দাপট ও তৎপরতা যুগে যুগে