মায়ের ঋণ

মোহাম্মদ আবদুস সালাম | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

একদিন আমি ট্রেনে করে

যাচ্ছি নানার বাড়িতে।

সঙ্গে আমার মামাতো ভাই

মিষ্টি ছিল হাড়িতে।

পা দুখানি নাড়ছি আমি

দ্বারের পাশে দাঁড়িয়ে।

হঠাৎ করে একটি পায়ের

স্যান্ডেল গেল হারিয়ে।

মায়ের কাছে এই কাহিনি

তুলে ধরলো সঙ্গীজন।

মাও আমায় জিজ্ঞেস করলো

কেমন হলো রেল ভ্রমণ?

রাতে যখন চোখ বুজিয়ে

ঘুমের জন্য শুইয়েছি।

পড়ছে মুখে জলের ফোঁটা

টেরতো আমি পেয়েছি।

মায়ের চোখের কর্নিয়াতে

জমেছিল নোনা জল।

কষ্ট পেয়েও বুঝতে দেয়নি

দৃঢ় তাহার মনোবল।

মায়ের স্নেহের পরশ নিয়ে

বেঁচে আছি দীর্ঘদিন।

কেমন করে শোধ করব

আমার প্রতি মায়ের ঋণ?

পূর্ববর্তী নিবন্ধচোখের পাতায়
পরবর্তী নিবন্ধএ শহর এখন