নর্দমায় ট্রেইলর চালকের লাশ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ জুলাই, ২০২২ at ৪:৪৪ পূর্বাহ্ণ

নগরীতে নর্দমা থেকে মো. জাকির হোসেন (৩৪) নামে এক ট্রেইলর চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে বন্দর আবাসিক সংলগ্ন রেললাইনের পাশে একটি নর্দমা থেকে লাশটি উদ্ধার করা হয়। জাকিরকে খুন করে লাশ নর্দমায় ফেলা হয়েছে বলে ধারণা পুলিশের।
পুলিশ জানিয়েছে, জাকির নগরীর সল্টগোলা এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাটে।
বন্দর থানার ওসি জাহেদুল কবির আজাদীকে বলেন, আমাদের ধারণা জাকিরকে খুন করা হয়েছে, না হলে আবর্জনা ভরা ওই নালায় তার যাওয়ার কথা না। তবে এটি হত্যাকাণ্ড কিনা সেটি ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া সাপেক্ষে বলা যাবে।
এদিকে জাকির হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়ন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউনিয়নের সভাপতি সেলিম খান ও সাধারণ সম্পাদক এ দাবি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, গত ২৯ জুন সন্ধ্যায় জাকির হোসেন নিখোঁজ হন। ৩০ জুন তার স্ত্রী বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার নর্দমায় জাকিরের লাশ পাওয়া গেছে। তাদের দাবি, এটি হত্যাকাণ্ড।

পূর্ববর্তী নিবন্ধদেশে এক বছরে মিনিপ্যাক বর্জ্যই ২ লাখ টন
পরবর্তী নিবন্ধরাউজানে বাইক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু