নরেন আবৃত্তি একাডেমির এক বর্ষার সন্ধ্যায়

| সোমবার , ১ আগস্ট, ২০২২ at ১১:১২ পূর্বাহ্ণ

‘খেলে চঞ্চলা বর্ষা বালিকা, মেঘের এলোকেশে ওড়ে পূবালী বায়, দোলে গলায় বলাকার মালিকা’ বর্ষা হচ্ছে প্রকৃতির একটি অংশ। এ সময় আমাদের মনের সব দুঃখ ভুলে সৌন্দর্য উপভোগে ব্যস্ত হয়ে যায়। গত ৩০ জুলাই সন্ধ্যায় নরেন আবৃত্তি একাডেমি জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হলে বর্ষার কবিতা নিয়ে আয়োজন করে ‘এক বর্ষার সন্ধ্যায়’।

পৃথা পারমিতা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ময়ূখ চৌধুরী, মাইনুর নাহার ও মইন ফারুক। একক আবৃত্তি পরিবেশন করেন ফারজানা মুনমুন, সজীব দত্ত, ধীমান দাশ, রানা রক্ষিত, হ্যাপী চৌধুরী, সৈয়দ হোসেন বাবু, কানিজ ফাতেমা রিম্পি, মারওয়া আনজুমানে জান্নাত, নওশিন বিনতে জামাল, আফ্রিদা জাইমা নীলান্তি, রাফাহ নানজীবা তোরসা, জয়া প্রযুক্তা, মারিয়া খানম, শারমিন আব্বাসী, নাওফাহ সালসাবিল সিজু, আনিকা ফেরদৌস, অরিত্রি দাশ, শিমরান ফেরদৌস।

আবু হেনা মোস্তফা কামালের অনন্য সৃষ্টি ‘ছয়টি পাখির গল্প’ শিরোনামে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন পার্থ সেন, অহনা বিশ্বাস, ওমর ফারুক, উদাইসা মুনতাহানা, ফায়জান মোল্লা, নীহারিকা তাহসিন, নিলয় চৌধুরী, সুহাইলা আফরোজ, আনাস রহমান, আইদিন। সঙ্গীত পরিবেশন করেন পার্থ সেন ও আসমা উলফাত এশা। নৃত্য পরিবেশন করেন সুহাইলা আফরোজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচঞ্চল চৌধুরীর নতুন ধারাবাহিক
পরবর্তী নিবন্ধটেনিস প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহনকারীদের জ্ঞাতার্থে