নন্দনকাননে ভাঙা হচ্ছিল পুরাতন ভবন, রাস্তায় আছড়ে পড়ল দেয়াল

বড় দুর্ঘটনা থেকে রক্ষা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৪:২৩ পূর্বাহ্ণ

নগরীর নন্দনকাননে একটি পুরাতন ভবন ভাঙার সময় দেয়ালের একটি অংশ ভেঙে রাস্তার উপর আছড়ে পড়ে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ৩ নং গলিতে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছলেও উদ্ধার কার্যক্রম চালাতে হয়নি। এদিকে আকস্মিক এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতংক দেখা দিয়েছে। তারা অভিযোগ করেছেন, ভবন ভাঙার ক্ষেত্রে যে ধরনের নিরাপত্তা নিশ্চিত করা দরকার তা এখানে করা হয়নি। তাই ভেঙে পড়ার সময় রাস্তায় পথচারী থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।

নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী দৈনিক আজাদীকে বলেন, ভবন মালিক নিজ উদ্যোগে ভবন ভাঙছিলেন। এ সময় একটি দেয়াল ভেঙে পড়ে। আমাদের কিছু করতে হয়নি। জানা গেছে, ভেঙে পড়া ভবনটির মালিক স্থানীয় জনৈক অরুণ। এটা তিন তলা বিশিষ্ট ভবন। গত ১৫ দিন আগে ভাঙার কাজ শুরু করা হয়। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা ভাঙার কাজ প্রায় শেষ হয়ে গেছে। গতকাল শ্রমিকরা কাজ করার সময় দেয়াল ভেঙে পড়লে হতভম্ব হয়ে পালিয়ে যান তারা। গতকাল পরিদর্শনের সময় ঘটনাস্থলেও মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। ভেঙে পড়া ভবনটির পেছনে একটি আট তলা ও দুই পাশে দুটি দু’তলা ভবন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদলে প্রতিযোগিতা থাকবে, তবে ব্যক্তির চরিত্রহনন বরদাশত করা হবে না
পরবর্তী নিবন্ধভারত পাশে থাকলে শক্তি পাই : কাদের