নদীর শিরায়

ময়ুখ চৌধুরী | শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৯:২৫ পূর্বাহ্ণ

লোহিতকণিকা তুমি এতো ছলচাতুরিও জানো!

তা না হলে দুটো হাত এভাবে সে বাড়িয়ে দিতো না।

সামান্য একটু ছুঁয়ে দেখা,

তাতেই স্নায়ুর মধ্যে উজানের একটি নদীর

ঢেউ খেলে গেল।

এই ঢেউ কার ঢেউ কোনবা নদীর অহংকার

ক্রমাগত ছুটে যাচ্ছে অজানিত মোহনার দিকে,

শিরা উপশিরা তার কিছুই জানে না।

ঘাগরার বৃত্তের গায়ে জংলিকালো আলপনা আঁকা,

কোনবা দেশের ছবি ভূগোলের মেধাবীরা কিছুই জানে না।

এতোটা অজ্ঞতা নিয়ে সান্ধ্য সামাজিকতার কিবা প্রয়োজন!

এর চেয়ে ভালো ছিল লোহিতকণিকা হয়ে

শিরার নদীতে ডুবে যাওয়া।

পূর্ববর্তী নিবন্ধবিবাহিত জীবনের স্বাদ
পরবর্তী নিবন্ধত্রিদিব দস্তিদার নিঃসঙ্গতা ও তারুণ্যের কবি