নগর ভবন না হওয়া পর্যন্ত দৃষ্টিনন্দন করে রাখা উচিত

দেলোয়ার মজুমদার

| সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ৫:৩৩ পূর্বাহ্ণ

নতুন নগর ভবন নির্মাণ না করা পর্যন্ত ভবনের জন্য নির্ধারিত উন্মুক্ত জায়গা দৃষ্টিনন্দন করে রাখা উচিত বলে মনে করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউিশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মজুমদার। তিনি দৈনিক আজাদীকে বলেন, পুরাতন ভবন ভেঙেই খালি জায়গাটি নতুন ভবন করার জন্য বের করা হয়েছিল। আমার মনে হয়- সিটি মেয়রের নজরে আনলে বিষয়টি তিনি গুরুত্ব দেবেন এবং দৃষ্টিনন্দন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তিনি বলেন, অগোছালো ও অপরিচ্ছন্ন থাকলে বা ময়লার ভাগাড়ের মত যদি জায়গাটি ব্যবহার করা হয় তা হবে শহরের মানুষদের রুচিবোধের সাথে সাংঘর্ষিক। এ প্রকৌশলী বলেন, সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্পটি এখনও বাতিল হয়নি। তারা এখানেই (আন্দরকিল্লা) নগর ভবন করবে। আবার তাদের অফিস বর্তমানে সেখানে নাই। অস্থায়ীভাবে টাইগারপাস নিয়ে যাওয়া হয়েছে। অফিস না থাকায় জায়গাটি হয়তো তাদের নজরের বাইরে চলে গেছে। তবে এটা যেহেতু নগরের কেন্দ্রস্থলে তাই সিটি কর্পোরেশনের উচিত একটু সচেতন হওয়া।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসবুজায়ন বা ফুলের বাগান করে অন্যদেরও শিক্ষা দেয়া যায়