সবুজায়ন বা ফুলের বাগান করে অন্যদেরও শিক্ষা দেয়া যায়

আশিক ইমরান

| সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ৫:৩৩ পূর্বাহ্ণ

নগর ভবন নির্মাণ না করা পর্যন্ত ভবনের জন্য রক্ষিত উন্মুক্ত জায়গায় ফুলের বাগান বা সবুজায়ন করার পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান। তিনি দৈনিক আজাদীকে বলেন, সিটি কর্পোরেশনকে দেখে অন্যরা উৎসাহিত হন। তাই সিটি কর্পোরেশনকে অন্তত তাদের মালিকানাধীন যেসব জায়গা আছে সেগুলো দৃষ্টিনন্দন করে রাখতে হবে। সেক্ষত্রে সবুজের সমারোহ বা ফুলের বাগান করে মানুষকে শিক্ষা দিতে পারে, কিভাবে খালি জায়গাগুলো সংরক্ষণ করে রাখা যায়।
চট্টগ্রামে রাশিয়ার এ অনারারি কনসাল বলেন, সিটি কর্পোরেশনের জায়গা যদি অপরিচ্ছন্ন থাকে বা ময়লার ভাগাড়ে পরিণত হয় তা বাকি সবার জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে উঠবে। সেখানে নগর ভবন হবে ঠিক আছে, তার মানে এই না যতদিন না হয় ততদিন অপরিচ্ছন্ন থাকবে।
তিনি বলেন, আপাতত সেখানে সবুজায়ন করতে পারে। পরিচ্ছন্ন রেখে পথচারীদের জন্য বিশ্রামের জায়গা বা বসার জায়গাও করতে পারে। ফুলের বাগান করা যায়।

পূর্ববর্তী নিবন্ধনগর ভবন না হওয়া পর্যন্ত দৃষ্টিনন্দন করে রাখা উচিত
পরবর্তী নিবন্ধচলার পথে বাগান দেখলে পথচারীর ভালো লাগবে