নগরীতে চুরি হওয়া সিএনজি অটোরিক্সা রাঙ্গুনিয়ায় উদ্ধার, গ্রেফতার ২

| সোমবার , ২৫ মার্চ, ২০২৪ at ১২:৫২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ১টি চোরাই সিএনজি অটোরিক্সাসহ লাভলু নাথ (৩২) ও মোঃ ছালেহ আহাম্মদ (৪৩) নামে আন্তঃ জেলা চোর চক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

সোমবার (২৫ মার্চ) থানা সূত্রে নিশ্চিত করা হয়, গতকাল রাঙ্গুনিয়া এলাকার থেকে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, বাদী মোঃ ইয়াছিন জানায় তার মালিকীয় ১টি সিএনজি অটোরিক্সা (রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১৩-৭৯৭১) গাড়িটি গত ২১ মার্চ সকাল ৬টার দিকে চান্দগাঁও থানাধীন থানাধীন কাপ্তাই রাস্তার মাথা মোড় রাস্তার উপর থেকে অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায় মর্মে তার লিখিত এজাহারের ভিত্তিতে চান্দগাঁও থানার মামলা নং-৩৬(০৩)২৪ ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু হয়।

পরে ঐ মামলার প্রেক্ষিতে গুপ্তচরের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৪ মার্চ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন লেচু বাগান এলাকা চোর চক্রের ঐ দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

চান্দগাঁও থানা ওসি জাহেদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের হেফাজত হতে মামলার ঘটনায় চোরাই যাওয়া সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করা হয়। এই বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধঅন্যের ঘাড়ে দোষ চাপাতে চাইছেন পুতিন : জেলেনস্কি
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে সড়ক দু’র্ঘটনায় আহত ৪