সকল অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনতে হবে

ধান ও সার বিতরণকালে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ১১:৩৮ পূর্বাহ্ণ

 

 

পটিয়ায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১২০২২ অর্থ বছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিফ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে আউশ বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে পটিয়া কৃষি অফিস মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, জেলা আ. লীগ সদস্য বিজন চক্রবর্ত্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা বুলবুল আহমদ প্রমুখ। হুইপ বলেন, দেশের কৃষি খাতের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সকল পতিত জমি চাষাবাদের আওতায় আনতে হবে। পটিয়াতে ১ ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক কৃষির উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক মোস্তফা কামাল পাশার পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধসাইফুদ্দিন কাদের চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ