ধর্ষণ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি

| সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৫:৩১ পূর্বাহ্ণ

যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেন, মিডিয়াতে নির্যাতিতা নারীদের নাম প্রকাশ আইন করে নিষিদ্ধ করা হোক। এছাড়া ধর্ষণ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবিতে গতকাল বিকেলে নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
যুবলীগ নেতা ইউনুসের সভাপতিত্বে ও মো. রাশেদ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর সিবিএ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, প্রফেসর নুরুন্নবী পারভেজ, ইমতিয়াজ বাবলা, মো. রাশেদ চৌধুরী, জাহেদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, মো. ইসমাইল, হাবিব মিয়া, নুরুল ইসলাম রাসেল, মঈনউদ্দীন মঈনু, মো. এমরান, ফরহাদ আবদুল্লাহ, মারুফুল ইসলাম মারুফ, মো. কায়সার, আসিফ শাহীন, ইমরান সামি, সাজ্জাদ আলী জুয়েল, যুবায়ের হোসেন অভি, সাজীবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পী, মো. রাশেদ, আরমান হোসেন, আকবর আলী জুয়েল, নুরুল ইসলাম রিয়াদ, মঈনুল, আজাদ খান, ইয়াসির আরাফাত, নাঈম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমণ্ডপে একসাথে ২৫জনের বেশি লোক জড়ো হতে পারবে না
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের সব প্রবেশমুখকে সাজিয়ে তোলা হবে : সুজন