ধর্ষণের সাজা ডাক্তারি পরীক্ষা ছাড়াও দেওয়া যায় : হাই কোর্ট

| বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২০ at ৫:০৩ পূর্বাহ্ণ

একটি মামলার রায়ে হাই কোর্ট বলেছে, ধর্ষিতের ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন না পেলে ধর্ষণকারী শাস্তি এড়াতে পারে না। বরং অন্য সাক্ষ্যের ভিত্তিতে তার সাজা দেওয়া যেতে পারে। চৌদ্দ বছর আগে খুলনার দাকোপ উপজেলায় এক কিশোরী ধর্ষণের মামলায় দেওয়া রায়ে হাই কোর্টের এই বক্তব্য আসে। গত ২৭ ফেব্রুয়ারি এই রায় দেওয়া হয়।
বুধবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেয়েছে, যখন সামপ্রতিক বিভিন্ন ধর্ষণের ঘটনার বিচার দাবিতে আন্দোলন চলছে। এই আন্দোলন থেকে সাক্ষ্য আইনসহ এ সংশ্লিষ্ট আইনগুলো সংস্কারের দাবি উঠেছে। খবর বিডিনিউজের।
হাই কোর্ট বলেছে, শুধু ডাক্তারি পরীক্ষা না হওয়ার কারণে ধর্ষণ প্রমাণ হয়নি বা আপিলকারী ধর্ষণ করেনি, এই অজুহাতে সে (আসামি) খালাস পেতে পারে না। ভিকটিমের মৌখিক সাক্ষ্য ও অন্যান্য পারিপার্শ্বিক সাক্ষ্য দ্বারা আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার ভিত্তিতেই আসামিকে সাজা প্রদান করা যেতে পারে। মামলায় আসামির যাবজ্জীবন সাজা বহাল রেখে গত ২৭ ফেব্রুয়ারি এ রায় দেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী।

পূর্ববর্তী নিবন্ধসবজি ক্ষেতে কৃষককে জবাই করে হত্যা
পরবর্তী নিবন্ধসাত বছর পার করছে নগর যুবলীগ ও ছাত্রলীগের কমিটি