দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন

| রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ৫:২৬ পূর্বাহ্ণ

হঠাৎ করে কোনো কারণ ছাড়াই লাফিয়ে বাড়ছে আলুর দাম! এক সপ্তাহ আগে যে আলুর মূল্য ছিল ৩৫ টাকা কেজি বর্তমানে সেই আলুর মূল্য হচ্ছে, ৫৫ থেকে ৬০ টাকা কেজি। সমাজের নিম্ন শ্রেনী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের নিত্যপ্রয়োজনীয় তরকারি হচ্ছে আলু, আলু ছাড়া একটি পরিবারও চলেনা। অথচ বাজারে এ পণ্যটির দাম বিভিন্ন অজুহাতে বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। তার সঙ্গে গত আড়াই মাস ধরেই চালের বাজার চড়া। আর এর বলি হচ্ছে দেশের সাধারণ মানুষ। এক কথায় আলু পেঁয়াজ, ও চালের আকাশচুম্বী দামে নাকাল অবস্থা জনগণের। তাদের দিকে তাকানোর সময় নেই কারো। ‘শীতকাল শুরু না হতেই সবজির বাজারে নতুন করে ‘আগুন’ লেগেছে। এখন যেকোনো সবজির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। চলমান এই অমানবিক নৈরাজ্য বন্ধে আপামর সাধারণ মানুষ দ্রুতই সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করছে।
সরকারকে একটু চোখ-কান খোলা রাখার পরামর্শ এসব হতভাগ্য দারিদ্র্যপীড়িত মানুষের। রাজনীতি যখন ব্যবসায়ীদের হাতের ক্রীড়নকে পরিণত হয়, তখন সাধারণ মানুষের জন্য দেশসেবা কাঙ্‌ক্িষত রূপলাভ করতে পারে না। বর্তমান বাজারদর তারই প্রমাণ। উপরন্তু এসব ব্যবসায়ীকে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনা এখন জরুরি। তাদের নিষিদ্ধ করার মাধ্যমে টিসিবিকে শক্তিশালী করাও আবশ্যক। টিসিবির মাধ্যমে প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি করে তা কমমূল্যে বাজারে সরবরাহ করার নীতি গ্রহণ করতে হবে সরকারকে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম জনগণের নাগালের মধ্যে অর্থাৎ সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে এখনি এসব পদক্ষেপ গ্রহণ করতে হবে। সার্বিক দিক বিবেচনায় দাম নির্ধারণ করে দিয়ে দেশের প্রতিটি বাজারে একটি করে স্থানীয় প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং সেল বসানো সময়ের দাবি বলেই মনে করি।
আল-আমিন আহমেদ, শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ান মোহাম্মদ আজরফ – সমাজ চিন্তাবিদ ও লেখক
পরবর্তী নিবন্ধসবাই সুখী হতে চায়