দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার পেলেন চট্টগ্রামের মুশফিক

| মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৭:১৫ পূর্বাহ্ণ

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সিটি ব্যাংক-তরুপল্লব দিজেন শর্মা নিসর্গ পুরস্কার প্রদান অনুষ্ঠান সমপ্রতি অনুষ্ঠিত হয়। দিজেন শর্মা ২০১৭ সালে লোকান্তরিত হন। তাঁর স্মৃতি রক্ষার্থে ২০১৮ সাল থেকে এই পুরস্কার প্রবর্তন করে। প্রতি বছর জীববৈচিত্র্য রক্ষা, উদ্ভিদ সংরক্ষণ এবং বৃক্ষ সখা এই তিন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়ে থাকে। বাংলা একাডেমি ও তরু পল্লবের সভাপতি ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। অতিথি ছিলেন ইমেরিটাস প্রফেসর আইনুন নিশাত, লেখক ও গবেষক মফিদুল হক, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহার এবং সিটি ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। এবার পুরস্কার ও সম্মাননা প্রাপ্তরা হলেন জীববিজ্ঞানে প্রফেসর ড. মোহাম্মদ আলী রেজা খান, উদ্ভিদ সংরক্ষণ অধ্যক্ষ এ কে এম আবুল খায়ের এবং বৃক্ষসখা পুরস্কার প্রাপ্য হন চট্টগ্রামের নিসর্গী ও কবি মুশফিক হোসাইন, অধ্যাপক চয়ন বিকাশ ভদ্র ও কাজী হাসান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিকদাইর ইউনিয়নে হতদরিদ্র পরিবারে ১০ টাকা কেজি মূল্যে চাল বিতরণ
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সেমিনার