দোল উৎসব আজ

| শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে/ তোমার আপন রাগে, তোমার গোপন রাগে/ তোমার তরুণ হাসির অরুণ রাগে/ অশ্রুজলের করুণ রাগে/ মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে/ তেমনি আমায় দোল দিয়ে যাও…। আজ শুক্রবার হিন্দু ধর্মাবলম্বীদের রঙ খেলার উৎসব দোলযাত্রা। নগরীর হাজারী লেইন, পাথরঘাটা ফিশারি ঘাট, গোসাইলডাঙ্গা, কাট্টলী, এনায়েত বাজার, কৈবল্যধাম মালিপাড়া, নালাপাড়া, রাজাপুকুর লেইন, আসকার দীঘির পাড়, দেওয়ানজী পুকুরপাড়সহ বিভিন্ন এলাকায় তরুণ-তরুণীরা দল বেঁধে দোল উৎসবে মেতে ওঠেন। ঘরোয়াভাবেও অনেকে স্বজন, বন্ধু-বান্ধবদের রঙ লাগিয়ে দোল উৎসবে শামিল হন। তুলসীধাম, চট্টেশ্বরী ও পাথরঘাটা শ্রীকৃষ্ণ মন্দিরসহ অনেক মন্দিরে এদিন চলে পূজার্চনা। সীতাকুণ্ড প্রতিনিধি জানান, হিন্দু সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান সীতাকুণ্ড চন্দ্রনাথধামে আজ শুক্রবার ঐতিহ্যবাহী দোল উৎসব। এ উপলক্ষে সীতাকুণ্ড মেলা কমিটি, সীতাকুণ্ড শংকরমঠ ও মিশন, শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন, লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম, ভোলানন্দ সেমাশ্রম, স্বয়ম্ভুনাথ মন্দির, ভৈরব মন্দিরসহ বিভিন্ন সংগঠন মঠ-মন্দিরে পূজা, প্রসাদ বিতরণসহ দোল উৎসবের আয়োজন করেছে। সীতাকুণ্ড মেলা কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী বলেন, ঐতিহ্যবাহী চন্দ্রনাথধামে দোল উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া উৎসব উপলক্ষে আলোচনা সভা ও ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে নতুন শনাক্ত ২৩৩
পরবর্তী নিবন্ধসিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন