দেশে নতুন শনাক্ত ২৩৩

টানা তৃতীয় মৃত্যুহীন দিন

| শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের ওমিক্রন ধরনের দাপট পেরিয়ে টানা তিনটি মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২৩৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জন। খবর বিডিনিউজের।
গত এক দিনে দেশের কোনো জেলা থেকে করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা আগের মতই ২৯ হাজার ১১২ জনে রয়েছে।
গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আগের দিনের চেয়ে কিছুটা বেড়ে হয়েছে ১ দশমিক ৬৯ শতাংশ। বুধবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৮ শতাংশ।

ওমিক্রনের দাপটের মধ্যে গত জানুয়ারির শেষে তা রেকর্ড ৩৩ শতাংশে পৌঁছেছিল। মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ২৪ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন এক হাজার ৫৬১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন সুস্থ হয়ে উঠলেন।
গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৯৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৮৪ শতাংশের বেশি। দেশের ৩৯ জেলায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও দুজন করোনায় আক্রান্ত
পরবর্তী নিবন্ধদোল উৎসব আজ