সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

৯ দফা দাবি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

সিএনজি চালিত অটোরিকশার নতুন নিবন্ধন প্রদানসহ ৯ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।
কেন্দ্রীয় সদস্য সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খোকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন উপদেষ্টা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ। প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন ওমর ফারুক চৌধুরী, মুহাম্মদ শাহ আলম, নাজিম উদ্দিন রানা, সৌরভ খান, মো. ইসলাম, শাহ আলম, নজরুল ইসলাম সরকার, মো. ইলিয়াছ, আমিনুল হক, মঞ্জুরুল আলম, কাউছার উল আলম, বাবলু, মো. সিরাজ, মোহাম্মদ মনির, মো. সুমন, জয়নাল আবদীন, মোহাম্মদ নুরুদ্দিন, মোহাম্মদ ইউসুফ, হুমায়ুন কবির, মো. রমজান, মোহাম্মদ জাফর, ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ জুয়েল, মজনু মিয়া, সিদ্দিক মিয়া, নজুমিয়া, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ হোসেন, জসিম উদ্দিন ও কামাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা চট্টগ্রাম ও ঢাকা মহানগরীর জন্য ৯ হাজার সিএনজি চালিত অটোরিকশার নতুন নিবন্ধন দ্রুত প্রদান, সিএনজি অটোরিকশা চালকদের ক্ষেত্রে ম্যানুয়ালি বা পস মেশিনে যেকোনো মামলার জরিমানা ৫০০ টাকা নির্ধারণ এবং পার্কিং ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত নো পার্কিং মামলা দেওয়া থেকে বিরত থাকাসহ ৯ দফা দাবি বাস্তবায়নে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধদোল উৎসব আজ
পরবর্তী নিবন্ধআনন্দিপুর সমাজ কমিটির অভিষেক