দেড় ঘণ্টা বন্ধ ছিল চট্টগ্রামের পথে ট্রেন চলাচল

আখাউড়ায় ভেঙে যায় পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের গিয়ার

| শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:১৮ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইঞ্জিনের গিয়ার ভেঙে চট্টগ্রামের পথে ট্রেন বন্ধের দেড় ঘণ্টা বন্ধের পর ফের চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ সচল হয় বলে আখাউড়া রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম শিকদার জানান।

আব্দুল আলিম শিকদার জানান, বিকাল ৫টার দিকে চট্টগ্রামসিলেট রেলপথের আখাউড়া বাগানবাড়ি এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের গিয়ার ভেঙে যায়। খবর বিডিনিউজের।

ট্রেনটি আখাউড়া স্টেশনের আউটারে প্রবেশ করার সময় ইঞ্জিনের গিয়ার ভেঙে ট্রেনটি বিকল হয়ে পড়ে। এতে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে রেলওয়ের ওই কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলের ট্রেন চলাচল দেড়ঘণ্টা বন্ধ থাকে।

পূর্ববর্তী নিবন্ধ‘অলৌকিক কয়েন’ ও এক তারা মিয়ার প্রতারণার গল্প
পরবর্তী নিবন্ধতুমব্রুর অনিবন্ধিত রোহিঙ্গাদের নেয়া হবে ট্রানজিট সেন্টারে