দেওয়ানহাট-বরমা সড়ক পরিদর্শনে এডিবির প্রতিনিধিদল

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৫ মে, ২০২২ at ৭:০৭ পূর্বাহ্ণ

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে মেরামতকৃত চন্দনাইশের দেওয়ানহাট-ধামারইহাট-বৈলতলী-বরমা-পটিয়া সংযোগ সড়ক পরিদর্শন করেছেন এডিবির প্রতিনিধিদল। গতকাল মঙ্গলবার সকালে প্রতিনিধিদলটি উপজেলার দেওয়ানহাট থেকে সড়কটির ১৬ কিলোমিটার এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন টিমের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক এলজিইডি, আরসিআইপি মো. কামরুল ইসলাম, এডিবির মিশন লিডার অমৃত কুমার দাশ, এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী একেএম আমিরুজ্জামান, এডিবির সিনিয়র ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট অফিসার মুহাম্মদ মঞ্জুরুল আহমেদ, সিনিয়র প্রজেক্ট এসিস্টেন্ট হালিমা ফেরদৌসী, জেন্ডার স্পেশালিস্ট সিনেরা চাকমা, উপ-প্রকল্প পরিচালক এলজিইডি, আরসিআইপি মো. মনসুর আলী, ডেপুটি টিম লিডার এলজিইডি আরসিআইপি মো. আলতাফ হোসেন।

এসময় চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান, নুরুল আমজাদ চৌধুরী, মো. ইলিয়াছ, সায়েদুল কবির চৌধুরী সায়েম, মোহাম্মদ নেসার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির অর্থায়নে ২১ কোটি টাকা ব্যয়ে চন্দনাইশের দেওয়ানহাট-ধামারইহাট-বৈলতলী-বরমা-পটিয়া সংযোগ সড়কটির ১৬.২ কিলোমিটার মেরামত কাজ শেষ পর্যায়ে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা সার্কেল ভূমি অফিসে সেবা সপ্তাহ
পরবর্তী নিবন্ধঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জাসদ নেতৃবৃন্দ