দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসো’র বৃক্ষরোপণ ও খাবার বিতরণ

| শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশনের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ ও খাবার বিতরণ কর্মসূচি গত ১৩ জুলাই চান্দগাঁও সিএন্ডবি এলাকায় অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ নূরনবী সাহেদ। প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ জামাল উদ্দীন।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্যের প্রয়োজনে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। কোনো ফল ও ফসল উৎপন্ন হলে তা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। জীব-বৈচিত্র্য রক্ষার জন্য বনজ-ঔষধি বৃক্ষ খুব প্রয়োজন। পরে নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচি পালন শেষে অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ ইমন খন্দকার, মুহাম্মদ মায়মুনুর রশীদ নাহিদ, মুহাম্মদ আবুল হাসনাত, মুহাম্মদ আসিফ, মুহাম্মদ ফাহিম উদ্দীন, মুহাম্মদ ওয়াহিদ, মুহাম্মদ সাব্বির, মুহাম্মদ রিদুয়ান রোহান, মুহাম্মদ জুবাইর, মুহাম্মদ মেহেদী, মুহাম্মদ রাজু, মুহাম্মদ রাকিব, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ হাসান, রক্তিম, নিলয় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক লীগের মৌসুমী ফল ও সবজি বিতরণ
পরবর্তী নিবন্ধগাউছিয়া আহমদিয়া এমদাদীয়া কালুরঘাটের ত্রি-বার্ষিক কাউন্সিল