দুস্থদের চিকিৎসা সেবায় সরকারের এ সহায়তা একটি যুগান্তকারী পদক্ষেপ

পটিয়ায় অসহায় রোগীদের চেক বিতরণে হুইপ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

পটিয়ায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে পটিয়ার ২১ জন রোগীদের জন প্রতি পঞ্চাশ হাজার টাকা করে এ চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন জাতীয় সংসদের

 

হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরউর রশিদ চৌধুরী এজাজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ প্রমুখ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, শেখ হাসিনা অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। অসহায় দুস্থদের চিকিৎসা সেবায়

সরকারের এ সহায়তা একটি যুগান্তকারী পদক্ষেপ। এছাড়াও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনার সরকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। যা ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ১৩ হাজার পরিবারের মাঝে মোস্তফা হাকিম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধনানিয়ারচরে পুলিপাড়া মৈত্রী বৌদ্ধ বিহারে মহাসংঘদান