দুর্নীতির আখড়া ভাঙার সাহসী পদক্ষেপের নাটক ‘বদলি’

| বুধবার , ২৮ ডিসেম্বর, ২০২২ at ৫:০১ পূর্বাহ্ণ

গ্রুপ থিয়েটার উৎসবের ১১তম দিনে নাটক বদলি মঞ্চস্থ। আজ ১২তম তথা সমাপনী দিনে মঞ্চস্থ হবে নাটক অস্পৃশ্য । চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গ্রুপ থিয়েটার উৎসবের ১১তম দিন গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অঙ্গন থিয়েটার ইউনিট পরিবেশন করে নাটক ‘বদলী’। অনিল সাহা রচিত এবং সনজীব বড়ুয়া রূপান্তরিত, সংযোজিত ও নির্দেশিত নাটকটিতে উঠে আসে দুর্নীতির আখড়া ভাঙার সাহসী পদক্ষেপ। এই পদক্ষেপের কারণে ব্যক্তিমানুষ হয়তো অনেক সময় পরিবারে হাস্যকর, সহকর্মীদের কাছে করুণার পাত্র বা সমাজে অচল বলে মনে হলেও দিন শেষে তারা মানুষকে দেখায় আশার আলো। সততা আর সৎপ্রচেষ্টা উদ্যোগের জন্য প্রশংসিত হয়। অভিনয়ে অংশ নেন শ্যামা প্রসাদ চক্রবর্তী, সনজীব বড়ুয়া, মাহবুব রহমান, সুপক দাশ মানু, রঘু নন্দী, শিবা মণ্ডল, কেয়া চক্রবর্তী, উদয় চৌধুরী, চন্দন চৌধুরী ও দীপংকর বড়ুয়া। এর আগে নাট্যজন শামসুল কবির লিটনের উপস্থাপনায় সন্ধ্যা ৬টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে ‘দলীয় নৃত্য পরিবেশন করে নিক্কন একাডেমি এবং পথনাটক ‘একাত্তরের তেলেসমাতি’ পরিবেশন করে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম। অনুষ্ঠানে উৎসব ঘোষণা পাঠ করেন নাট্যশিল্পী রেহানা কবির। আজ উৎসবের ১২তম তথা সমাপনী দিনে সন্ধ্যা ৬টায় পরিবেশিত হবে পাপেট ও দলীয় সঙ্গীত, পরিবেশন করবে সারগাম। এরপর সমাপনী অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় কথক থিয়েটার পরিবেশন করবে নাটক ‘অস্পৃশ্য’। নাটক শেষে থাকবে নাট্যকর্মী সমাবেশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকই মঞ্চে জেমস-মৌ, আঁখি-মিলা
পরবর্তী নিবন্ধমমতাজের আয়োজনে মধুর মেলা