দুঃসাহসী নেতা

নুশরাত রুমু | বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ১০:৩৬ পূর্বাহ্ণ

মুজিব মানে মুক্তি চেতনা

ধমনীতে বয় শক্তি

মুজিব মানে দীপ্ত শপথ

মননে পরম ভক্তি।

মুজিব মানে বাংলার সখা

বঙ্গবন্ধু নাম

বজ্রকন্ঠে জানিয়েছিলো

বাংলার কত দাম।

তর্জনী তুলে প্রতিবাদ করা

শেখালে মুজিব তুমি

অগ্নিমশালে জাগিয়ে দিলে

শোষিত মাতৃভূমি।

একাত্তরে এক হয়েছিল

সাড়ে সাত কোটি লোক

পথের দিশা দেখালো মুজিব

নেই কোন অভিযোগ।

সালাম তোমায় শ্রদ্ধা জানাই

দুঃসাহসী নেতা

তোমার কথায় জাগলো সবাই

হলো যুদ্ধে জেতা।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার কবি
পরবর্তী নিবন্ধসাহসের বাতিঘর