সাহসের বাতিঘর

আলমগীর কবির | বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ১০:৩৭ পূর্বাহ্ণ

দেশ স্বাধীনের স্বপ্ন দেখা শুরু কবে থেকে?

কে দিয়েছেন স্বাধীনতার স্বপ্ন বুকে এঁকে?

ভাষা থেকে মুক্তিযুদ্ধ সংকটে সংগ্রামে,

একটি কণ্ঠ প্রতিবাদী শহর থেকে গ্রামে!

গণজোয়ার বইতে থাকে দেশ স্বাধীনের জন্য,

হানাদারের কৌশল ছিল অন্যরকম বন্য।

যুদ্ধ সাজে ধীরে ধীরে হতে থাকে তৈরি,

বঙ্গবন্ধু ভাষণ দিলেন সময় যখন বৈরী।

স্বাধীনতার সেই ঘোষণায় জাগলো জাতি পুরো,

ঠাঁই দাঁড়িয়ে ছিলেন তিনি হিমালয়ের চূড়ো!

স্বাধীনতার সুর ছড়িয়ে দেন সকলের মনে,

মুক্ত হবে মাতৃভূমি স্বপ্ন চোখের কোণে!

বঙ্গবন্ধু অকুতোভয় সাহসের এক বাতি,

প্রজ্ঞা এবং ত্যাগের কথা যায় নি ভুলে জাতি।

পূর্ববর্তী নিবন্ধদুঃসাহসী নেতা
পরবর্তী নিবন্ধজাতির পিতার জন্মদিন