দিল্লির সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বায়ু দূষণ

| বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

কোভিডের পর এবার মাত্রাতিরিক্ত বায়ু দূষণে ভারতের রাজধানী দিল্লির জনজীবনে নাভিশ্বাস উঠেছে। বাতাসের মান চরম অবনতির দিকে চলে যাওয়ায় অনেকেরই শ্বাস নিতে কষ্ট হচ্ছে। খবর বিডিনিউজের। ফলে নতুন করে অনির্দিষ্টকালের জন্য দিল্লি ও আশেপাশের সব স্কুল, কলেজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিবিসি জানায়, ২১ নভেম্বর পর্যন্ত সব ধরনের নির্মাণকাজও বন্ধ থাকবে। একই সময় পর্যন্ত সরকারি অফিসগুলোতে ৫০ শতাংশ কর্মচারীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দূষণের আশঙ্কায় রাজধানীর ১১টি তাপ বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে মাত্র ৫টি সচল রাখা হয়েছে। বাকি ৬টি বন্ধ। দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর অন্যতম। প্রতি বছর শীতে তামপাত্রা হ্রাস পাওয়ার পর শহরটি ধোঁয়াশায় ঢাকা পড়ে। নিম্ন তাপমাত্রায় শহরের আশপাশের কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে আসা মারাত্মক দূষণকারী কণা, যানবাহন ও আবর্জনা পোড়ানোর ধোঁয়া আটকা পড়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। অবনতিশীল বায়ুদূষণের এই সংকট থেকে শিক্ষার্থীদের রক্ষায় শনিবার দিল্লির স্থানীয় সরকার এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। পরে মঙ্গলবার রাতে দিল্লি ও আশপাশের অঞ্চলগুলোর বায়ুমান ব্যবস্থাপনা সংক্রান্ত কমিশন-সিএকিউএম নতুন করে স্কুল-কলেজ বন্ধরাখাসহ অন্যান্য সব নির্দেশনা জারি করেছে।

পূর্ববর্তী নিবন্ধফ্রিদা কাহলোর ছবি বিক্রি হল সাড়ে তিন কোটি ডলারে
পরবর্তী নিবন্ধবিশ্বে কমেছে ধূমপায়ী