ফ্রিদা কাহলোর ছবি বিক্রি হল সাড়ে তিন কোটি ডলারে

| বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর আঁকা একটি ছবি নিলামে রেকর্ড তিন কোটি ৪৯ লাখ ডলারে বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান সথেবিজের নিউ ইয়র্কের নিলাম ঘর মঙ্গলবার এটি বিক্রি করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। কাহলোর এই ছবিটি যে দামে বিক্রি হল, তা নিলামে বিক্রি হওয়া লাতিন আমেরিকার কোনো শিল্পকর্মের সর্বোচ্চ দাম। খবর বিডিনিউজের। এর আগে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া শিল্পকর্মটি ছিল দিয়েগো রিভেরার, যার সঙ্গে কাহলোর দেড় দশকের দীর্ঘ ও অস্থির সম্পর্ক ছিল। রিভেরার শিল্পকর্মটি ২০১৮ সালে ৯০ লাখ ৭৬ হাজার ডলারে বিক্রি হয়েছিল। কাহলোর আঁকা ছবি ‘দিয়েগো ওয়াই ইয়ো’ তার শেষদিককার স্ব-প্রতিকৃতিগুলোর একটি। ছবিতে অশ্রুসিক্ত কাহলোর কপালে রিভেরার প্রতিকৃতি দেখা যাচ্ছে, যার কপালের মাঝেও কিছু একটা আঁকা রয়েছে। মঙ্গলবারের নিলামে সথেবিজ এই ছবির বর্ণনায় বলেছে, ছবিটি নিলামে আসা কাহলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। এদুয়ার্দো এফ কোসান্তিনি নামের এক ক্রেতা ছবিটি কিনে নিয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। কোসান্তিনি আর্জেন্টিনায় একটি জাদুঘর প্রতিষ্ঠা করেছেন। কাহলোর এই ছবিটি ১৯৯০ সালে এক নিলামে ১৪ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধশ্রীনগরে বন্দুকযুদ্ধে নিহত ৪
পরবর্তী নিবন্ধদিল্লির সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ