ত্যাগের মাধ্যমে জীবনকে পরিপূর্ণ করা যায়

কারিতাসের অনুষ্ঠানে বক্তারা

| বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১:৩৬ অপরাহ্ণ

মানুষ-মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মিলনের জন্য গভীর ভালোবাসার প্রয়োজন। যে সেবায় ভালোবাসা নিহিত থাকে সে সেবা টেকসই হয়। যে মানুষ খাঁটি মুক্তমনের সে কখনো সাম্প্রদায়িক বা ধর্মান্ধ হতে পারে না। অন্যের প্রতি ত্যাগের মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারি। কারিতাসের ত্যাগ ও সেবা অভিযান’২২ উপলক্ষে গত রোববার কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। অনুষ্ঠানের শুরুতে মূলসুরের তাৎপর্যের আলোকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক রিমি সুবাস দাশ। ‘ভালোবাসা ও সেবার বীজ বুনি শান্তিময় বিশ্ব গড়ি’ এ মূলসুরের আলোকে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন বান্দরবানের ফাতেমা রানী কাথলিক গির্জা পাল পুরোহিত রেভাঃ ফাঃ বিনয় সেবাস্টিয়ান গোমেজ, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.জি.আ.), দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক সভাপতি। ড. শিপক কৃষ্ণ দেবনাথ। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইলমার প্রধান নির্বাহী পরিচালক জেসমিন সুলতানা পারু, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার, উৎসের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, লিটন গোমেজ, প্রমুখ। অনুষ্ঠানের মাধ্যমে কারিতাসে দীর্ঘ সময় পর্যন্ত কর্মরত মোট ৩২ জন কর্মীকে লং সার্ভিস এওয়ার্ড প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোমা বড়ুয়া ও অল্টার ডায়েস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের স্বাধীনতা উৎসব ও আনন্দ সম্মিলন