তৃষ্ণার হ্যাটট্রিকের দিনে সিরিজ হারল নারীরা

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১১:২০ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে দাড়াতেই পারছে না বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবার টিটোয়েন্টি সিরিজেও হারল টাইগার নারীরা। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টিটোয়েন্টিতে বাংলাদেশকে ৫৮ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে তারা জিতেছিল ১০ উইকেটে। টস জিতে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলি বলেছিলেন ১৮০ রানের মতো করার লক্ষ্য তাদের। ব্যাটিং উইকেটে যদিও তাদেরকে শুরুতে একটু চাপে রেখেছিলেন তৃষ্ণা। তবে তৃঞ্চা একপ্রান্তে চাপে রাখলেও অপর প্রান্তে অন্য বোলাররা পারছিলনা অসি নারীদের রুখতে। হ্যারিস এবং ওয়্যারহ্যামের উদ্বোধনী জুটির কল্যানে ১০ ওভারে ৯৪ তুলে ফেলে অস্ট্রেলিয়া। ওয়্যারহ্যাম হাফ সেঞ্চুরি তুলে নেন ২৬ বলে। আন্তর্জাতিক ক্রিকেটে তার আগের সর্বোচ্চ ইনিংস ছিল ৩৭ রানের। ৫৪ বলে ৯১ রানের জুটি ভাঙে ওয়্যারহ্যামের বিদায়েই। পরের ওভারে অ্যাশলি গার্ডনার ও হ্যারিসকে বিদায় করেন ফাহিমা খাতুন। অস্ট্রেলিয়ার রানের গতি এতে কমে আসে একটু। এলিস পেরি নেমে অবশ্য আবার খানিকটা দম দেন রানের গতিতে। তবে অন্য প্রান্তে সেভাবে রান আসেনি। তাহলিয়া ম্যাকগ্রা ১৯ রান করেন ১৯ বল খেলে। শেষ ওভারে তৃষ্ণাকে দারুণ কাভার ড্রাইভে চার মেরে শুরু করেন পেরি। কিন্তু ওভারের চতুর্থ বলে তিনি আউট হন ২২ বলে ২৯ করে। পরের দুই বলে আরও দুটি শিকার ধরে হ্যাটট্রিক আনন্দে মেতে ওঠেন তৃষ্ণা। কাট করে বৃত্তের ভেতরই ক্যাচ দেনেেসাফি মলিনিউজ। হ্যাটট্রিক ডেলিভারিতে শাফল করে খেলার চেষ্টায় পায়ের পেছন দিয়ে বোল্ড হয়ে যান বাঁহাতি বেশ মুনি। ২০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ৮ উইকেটে ১৬১ রান। তৃঞ্চা হ্যাটট্রিক সহ ৪ উইকেট নেন ১৯ রানে। এটি আন্তর্জাতিক ক্যারিয়ারে তার দ্বিতীয় হ্যাটট্রিক। তৃষ্ণার হ্যাটট্রিকের সুখ স্মৃতিকে সঙ্গী করে ব্যাটিংয়ের শুরুটাও দারুণ করে বাংলাদেশ। প্রথম তিন ওভারেই ২৭ রান তুলে ফেলে বাংলাদেশ। তাতে ওপেনার দিলারার অবদানই ছিল পাঁচ বাউন্ডারিতে ২২। তবে অস্ট্রেলিয়া ম্যাচের লাগাম নেয় দ্রুতই। মুর্শিদা খাতুনকে ৮ রানে ফেরান শুট। তিনে নামা সোবহানা মোস্তারি টানা ব্যর্থতার ধারায় এবার ফেরেন ৫ রানে। আগের ম্যাচে ফিফটি করা অধিনায়ক নিগার সুলতানা তুলে মারতে গিয়ে মিড অনে সহজ ক্যাচ দেন ১০ বলে ১ রান করে। পরের ওভারে ওয়্যারহ্যামকে পুল করার চেষ্টায় বোল্ড হন ২৭ রান করা দিলারা। বাংলাদেশের ভালো কিছুর আশাও মিলিয়ে যায় সে সাথে। এরপর স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন কিছুটা লড়াই করে ৩০ রানের জুটি গড়েন। তবে তারা দুজনও পারেননি লম্বা সময় টিকতে। একটি করে চার ও ছক্কায় ১৭ বলে ২১ করেন স্বর্ণা, ফাহিমা আউট হন ১৮ রানে। বাংলাদেশ থামে ১০৩ রানে। প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন জর্জিয়া ওয়্যারহ্যাম।

পূর্ববর্তী নিবন্ধমোহামেডানকে উড়িয়ে দিল আবাহনী
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম টেস্টের মাঝপথেই দেশে ফিরেছেন চান্ডিমাল