তুমি ভালোবাসোনি

হামিদা খাতুন পান্না | শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৫:৩৭ পূর্বাহ্ণ

দীর্ঘ একটা সময় প্রেম ভালোবাসা ছাড়া কোনোরকম সম্পর্কে না জড়িয়ে আছেন কীভাবে? অথচ ভালোবাসো ঠিকই! ভালোবাসা হয়ে প্রায় পুরোটা জীবন রয়ে গেলে! ‘কে বললো আমি ভালোবাসা ছাড়া আছি? আমার ভালোবাসাকে তো আমি রোজই দেখছি। হয় স্বপ্নে! না হয় কোন আর্ট গ্যালারিতে অথবা কখনো সামনাসামনিও আমাদের দেখা হয়ে যায়। অনেক সময়! এটুকুই কি যথেষ্ট না? ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য? ‘ইটস মোর দ্যান এনাফ। তার জানার কী দরকার? আমি তাকে কতো পরিমাণ ভালোবাসি! আমি জানি, আর আমি রীতিমত থ্রিলড ফিল করি এটুকুতেই এনাফ: কল্পনায় একটা মানুষকে যতটা ভালোবাসা যায়, সামনাসামনি কি তা যায়?’ ‘এত দীর্ঘ একটা সময় ধরে একটা মানুষকে পাবো না জেনেও হোপলেসলি ভালোবেসে যাওয়া যায় কীভাবে?’ তা শুধু আমিই বলতে পারি! এটা কোনও দীর্ঘ সময়ের ব্যাপার না, এটা মুহূর্তের ব্যাপার। একটা মুহূর্ত শুধু যখন আমার মনে হয়েছে, ইয়েস! হি ইজ দ্যা ওয়ান। এন্ড দ্যাটস ইট। বাদ বাকি সময়টা এমনিতেই কেটে গেছে সানন্দে! আবার আনন্দে! আসলেই আমি ফিল করি না পাওয়ার মধ্যেও এক প্রকার আনন্দের হিল্লোল প্রসারিত হয়! তা শুধু আমিই জানি!

পূর্ববর্তী নিবন্ধআগে লক্ষ্য ঠিক করতে হবে
পরবর্তী নিবন্ধআর একটিবার প্রেম হোক