তুমি না আসলে

সুজন দাশ | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:১৮ পূর্বাহ্ণ

তুমি না আসলে কখনো স্বাধীন

হতো না বাংলাদেশ,

বঞ্চনা বুকে ধুকতো সবাই

থাকতো দুঃখ ক্লেশ!

শাসনের নামে শোষণের ছড়ি

ঘুরাতো জাতির ঘাড়ে,

অভাব জ্বালাও যন্ত্রণা ব্যথা

থেকে যেত হাড়ে হাড়ে!

মিলিটারি বুটে কাড়তো যুক্তি

লুটতো ন্যায় ও নীতি,

ক্ষতের শরীরে পুঁজে ও রক্তে

থাকতো মরণ ভীতি!

অজ্ঞতা স্রোতে ভাসতো প্রগতি

হারাতো মুখের ভাষা,

বানাতো সবারে মজুর মুটে ও

দাস ও শ্রমিক চাষা।

পূর্ববর্তী নিবন্ধতোমার কীর্তি বাজুক প্রাণে
পরবর্তী নিবন্ধ‘ স্বপ্ন স্বাধীনতা’