তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে

প্রস্তুতি সভায় শাহাদাত

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

আগামী ১৪ জুন অনুষ্ঠেয় ‘তারুণ্যের সমাবেশ’ সফল করতে গতকাল পৃথক প্রস্তুুতি সভা করেছে নগর বিএনপি এবং ছাত্রদল। এছাড়া চট্টগ্রাম নগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে যৌথ সভা করেছে। এতে সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে বলে দাবি করেন বক্তারা।

নগর বিএনপি : নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নগর বিএনপি’র প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে রূপ নিবে। এই সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হয়ে গেছে। সরকারকে পদত্যাগ করতে হবে। নগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বিএনপির আন্দোলন ভিন্নখাতে নিতে আওয়ামী লীগের নেতারা সংলাপের কথা বলছেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন আলহাজ্ব এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, মো. কামরুল ইসলাম মোশাররফ হোসেন দিপ্তী, মোহাম্মদ শাহেদ, শেখ নুরুল্লাহ বাহার, এইচ এম রাশেদ খান ও বেলায়েত হোসেন বুলু।

যৌথ সভা : কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন বলেন, আওয়ামী লীগ এখন গদি হারানোর ভয়ে আতঙ্কিত। গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্টিত নগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খানের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি মুহাম্মদ শাহেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।

ছাত্রদল : কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, আমাদের শান্তিপূর্ণ অহিংস আন্দোলন সফল হবেই। তারুণ্যের সমাবেশ সফল করতে আয়োজিত নগর ছাত্রদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় এতে উপস্থি ছিলেন সামিয়াত আমিন জিসান, জিএম সালাউদ্দিন কাদের আসাদ, মাস্টার আরিফ, আরিফুর রহমান মিঠু, সাব্বির আহমেদ, খন্দকার রাজিবুল হক বাপ্পি, ইসমাইল হোসেন, মোঃ আনাছ, নুর নবী মহররম, নুর জাফর নাঈম রাহুম শামসুদ্দিন শামসু, শাহরিয়ার আহমেদ, দেলোয়ার হোসেন শিশির, ইমরান হোসেন বাপ্পি।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির সাথে নগরের রথযাত্রা উদযাপন কমিটির সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫