তথ্য অধিকার আইন বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ

পটিয়ায় চট্টগ্রাম পল্লী বিদুৎ সমিতির সভায় বক্তারা

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৫:৪৬ পূর্বাহ্ণ

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বর্তমান শেখ হাসিনা সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করে নেতৃবৃন্দ বলেন, এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও কাজের গতি বৃদ্ধি পায়। গতকাল বৃহস্পতিবার পটিয়া হল ঢুডে কনভেনশন হলএ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও চট্টগ্রাম পল্লী বিদুৎ সমিতির আয়োজনে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটিয়ায় ২০২৩২০২৪ অর্থ বছরের ২য় সভায় বক্তরা এ কথা বলেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যুগ্ম সচিব ও সদস্য (প্রশাসন) মো. হাসান মারুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম১২ পটিয়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি১ এর এজিএম (অর্থ রাজস্ব) মুহাম্মদ সৌরাদ উদ্দিন সাদীর সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চট্টগ্রাম জোনের তথ্যাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জনসংযোগ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হালিমুজ্জামান, উপপরিচালক (প্রশাসন) কামাল হোসাইন। বক্তব্য রাখেন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি১ এর সিনিয়র জিএম প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি২ এর জিএম মোহাম্মদ সরওয়ার জাহান, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি৩ এর জিএম মৃদুল কান্তি চাকমা, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মকবুল আলম, ফেনী পল্লী বিদুৎ সমিতির জিএম হাওলাদার মোঃ ফজলুর রহমান, জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম খাঁন টিপু, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি১ এর সভাপতি চৌধুরী হাসান মাহমুদ আকবরী, সচিব আবদুচ সোবহান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচবি এলামনাই এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা ২৬ এপ্রিল
পরবর্তী নিবন্ধগণআন্দোলন কখনো ব্যর্থ হয় না অনেক সময় দীর্ঘায়িত হয় : নোমান