চবি এলামনাই এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা ২৬ এপ্রিল

| শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চবি এলামনাই এসোসিয়েশন ও ১১ স্ট্যান্ডিং কমিটির যৌথ সভা গত ২৭ মার্চ জিইসি মোড়স্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কার্যকরী পরিষদ এবং সমৃদ্ধ এলামনাই নিয়ে ১১ স্ট্যান্ডিং কমিটি ইতোমধ্যে সম্মিলিতভাবে কাজ শুরু করেছে। চবি এলামনাই এসোসিয়েশনের সহ সভাপতি আবুল কদরের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেনে সংগঠনের কার্যকরী সাধারণ সম্পাদক মাহবুবুল আলম। সভায় আগামী ২৬ এপ্রিল শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। অনন্য অর্জনে কীর্তিমান চবিয়ান যারা বিগত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এই উপলক্ষ্যে সংগঠনের সহসভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনকে আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান হারুনকে সদস্য সচিব করে পুনর্মিলনী প্রস্তুতি কমিটি গঠন করা হয়। আগামী দুদিনের মধ্যে এই উদ্যোগকে সফল করতে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হবে। সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ কাজী ইমাম বিলু, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মোহম্মদ শামীম, জাফরুল আলম, দপ্তর সম্পাদক দাউদ আব্দুল্লাহ লিটন, ক্রীড়া সম্পাদক ফেরদৌস বশির, এ জে এম জাহাঙ্গীর, মনসুরুল আমিন চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ সাকী, রাশেদ মনোয়ার, ওমর কায়সার, শাহ আলম, প্রফেসর মুনির আহমেদ, আবুল কালাম আজাদ, জহিরুল আলম, মহিউদ্দিন বাদল, হানিফ নেজা হেনা, মোহম্মদ ইউছুপ, সামসুর রহমান রাকীব, কে এম শহিদুল কায়সার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারের পতন আন্দোলনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধতথ্য অধিকার আইন বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ