ডিইসি ফাউন্ডেশনের ক্যারিয়ার বুটক্যামপ

| শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৪:৫৩ পূর্বাহ্ণ

ডিইসি ফাউন্ডেশন চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ডিইসি প্রেজেন্টস ক্যারিয়ার বুটক্যামপ ২০২২। অনুষ্ঠানে চট্টগ্রামের ২০ টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০ এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে গতকাল সকাল ৯টায় এই অনুষ্ঠান শুরু হয়। বুটক্যামেপর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিইসি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সোমেন কানুনগো। তিনি বলেন, নিজের ক্যারিয়ারের পরিকল্পনা করে তরুণারা যাতে এগিয়ে যেতে পারে ও দক্ষ হয়ে নিজের এবং দেশের কল্যাণে অবদান রাখতে পারে, সেই চিন্তা থেকেই তরুণদের জন্য ডিইসির এ আয়োজন।
শুরুতে নারীর নেতৃত্ব ও নারীর দক্ষতা অর্জনের সোপান বিষয়ে সেশন পরিচালনা করেন চট্টগ্রাম ওমেন চ্যাম্বার অব কর্মাসের ডিরেক্টর শাহেলা আবেদীন। তিনি উপস্থিত নারীদের ক্যারিয়ারের যাত্রাপথে বাধা সত্ত্বেও কিভাবে সফল হওয়া যায় সে বিষয়ে আলোকপাত করেন। এরপরই ক্যারিয়াকে কিভাবে সাজানো যায় এই বিষয়ে সেশন পরিচালনা করেন এইচআর ডেক্সের প্রতিষ্ঠাতা এমরানুল হক। নিজের ক্যারিয়ার ও নিজেকে নিয়ে আজকের তরুণরা বেশি চিন্তিত আর সেই কথা মাথায় এবারের ক্যারিয়ার বুটক্যামেপ ‘সেল্ফ ইভ্যলুয়েশন’ সেশনের আয়োজন করা হয়। জনপ্রিয় লেখক ও মেন্টোরিয়ানের প্রতিষ্ঠাতা রাসেল এ কাওসার এই সেশন পরিচালনা করেন। ক্যারিয়ারের দিকনির্দেশনা ও কিভাবে তা অনুসরণ করে সফল হওয়া যায়, এই নিয়ে প্যানেল ডিসকাশনে জনপ্রিয় ফ্রিল্যান্সার এক্সপার্ট জয়িতা ব্যানার্জি কিভাবে একদম শূন্য থেকে একজন দক্ষ ফ্রিল্যান্সার হওয়া যায় তার দিকনির্দেশনা প্রদান করেন। এই সেশনে আরো ছিলেন ওম প্রকাশ ধর (সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক), গাজী মোঃ শহীদ উল্লাহ (পরিচালক, সনেট টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড), মিজানুর রহমান (হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড), মনজুমা মোর্শেদ (হেড অফ মেন্টরস চট্টগ্রাম)। এরপরই শুরু হয় আজকের আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় বিষয় ‘শিক্ষার্থী থেকেই কিভাবে ক্যারিয়ারের সাজাতে হয়’ এর উপর সেশন। সেশনটি পরিচালনা করেন মিজানুর রহমান (হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড)। বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন কিভাবে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে নিজেকে প্রস্তুত করা যায় এবং সম্ভবনা ও সুযোগ নিয়ে বিস্তর আলোচনা করেন। এরপর পরই শুরু হয় সিভি ও মক ইন্টারভিউ সেশন। এই সেশন পরিচালনা করেন অতনু গুপ্ত (হেড অফ ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, জিপিএইচ ইসপাত), মামুনুর রহমান (হেড অফ ট্যালেন্ট অ্যাকুইজিশন, বিএসআরএম), আরিফ আহমেদ (হেড অব ট্রেনিং ডেভেলপমেন্ট, সিএসই)। সর্বশেষে লিডারশীপের উপর সেশন পরিচালনা করেন তানভীর শাহরিয়ার রিমন (সিইও, র‌্যাঙ্ক এফসি প্রোপার্টিস লিমিটেড)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবিতা গান আর কথামালায় ক্বণনের রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসমাজ সেবা কার্যালয়ে বৃত্তিমূলক প্রশিক্ষণের সনদ ও চেক বিতরণ