সমাজ সেবা কার্যালয়ে বৃত্তিমূলক প্রশিক্ষণের সনদ ও চেক বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৪:৫৫ পূর্বাহ্ণ

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি আওতায় বৃত্তিমূলক প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে সনদ ও চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মুরাদপুরস্থ জেলা সমাজসেবা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য এস.এম মোর্শেদ হোসেন। চট্টগ্রাম শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম উপপরিচালক মো. ফরিদুল আলম।
৫০ দিন ব্যাপী মনো-সামাজিক সুরক্ষা ও কর্মমুখী ট্রেনিং এ ৫০ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৯ জন কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন ও ৩১ জন সেলাই ট্রেডে প্রশিক্ষণ নেয়। অনুষ্ঠানে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে যাতায়াত ভাতা বাবদ ২০ হাজার টাকা ও প্রশিক্ষণোত্তর এককালীন আর্থিক সহায়তা ১০ হাজার টাকা করে মোট ১৫ লাখ টাকা বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধডিইসি ফাউন্ডেশনের ক্যারিয়ার বুটক্যামপ
পরবর্তী নিবন্ধদোহাজারী ব্লাড ব্যাংকের ঈদ পুনর্মিলনী