ডা. মিলনের মৃত্যুবার্ষিকীতে ড্যাবের আলোচনা সভা

| সোমবার , ২৮ নভেম্বর, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

৯০’র স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩২ তম শাহাাদাত বার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার উদ্যোগে গতকাল রোববার প্রবর্তক মোড়স্থ ট্রিটমেন্ট সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন চমেক শাখা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন। প্রধান অতিথি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ ডা. মিলন ছিলেন অকুতোভয় সৈনিক। ডা. মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তখন নতুন গতিবেগ সঞ্চারিত হয়। ডা. রিফাত কামাল রনির সভাপতিত্বে ও ডা. মো. মঈন উদ্দিনের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন ড্যাব জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন ড্যাব মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দীন, ড্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. এস এম সারোয়ার আলম, ডা. রানা চৌধুরী, ডা. মিনহাজুল আলম, ডা. নাজমুল মোরশেদ। বক্তব্য রাখেন ডা. ওমর ফারুক পারভেজ, ডা. সাদ্দাম হোসেন, ডা. মামুনুল হক, ডা. জাহেদুল আলম ইমন, ডা. আবরার ইয়াসিন, ডা. সাদ্দাম হোসেন, ডা. রাকিবুল হোসেন, ডা. মহসিনুল আজাদ জায়েদ, ডা. গিয়াস উদ্দীন নয়ন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযে জাতির ইতিহাস যত সমৃদ্ধ, সে জাতি তত উন্নত
পরবর্তী নিবন্ধপ্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল আজ