ডা. বেগম নুরুন নাহার জহুরের ৩৬ তম মৃত্যুবার্ষিকী আজ

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের অন্যতম নারী সংগঠক, সাবেক মন্ত্রী মরহুম জহুর আহমেদ চৌধুরীর সহধর্মিণী, ভাষা সৈনিক, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বালিকা বিদ্যালয়ের (বাওয়া) প্রতিষ্ঠাতা ডা. নুরুন নাহার জহুরের ৩৬ তম মৃত্যুবার্ষিকী আজ। উল্লেখ্য, ডা. নুরুন নাহার জহুর ছিলেন একাধারে একজন চিকিৎসক, সুলেখিকা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ। এছাড়া তিনি ১৯৮৩ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাগমনিরাম ওয়ার্ডের সরাসরি কাউন্সিলর ছিলেন। ডা. নুরুন নাহার ভারতের আগরতলায় হাসপাতালে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমঅধিকার ও সমমর্যাদা ছাড়া নারীর ক্ষমতায়ন অসম্ভব
পরবর্তী নিবন্ধতারুণ্যের উচ্ছ্বাসের ১৬ বছরে পদার্পণে অনন্য আয়োজন