সমঅধিকার ও সমমর্যাদা ছাড়া নারীর ক্ষমতায়ন অসম্ভব

আলোচনা সভায় হাসিনা মহিউদ্দিন

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, সম অধিকার ও সম মর্যাদার ভিত্তিতেই নারীর ক্ষমতায়ন ও মূল্যায়নের বিষয়টি অনেকখানি নির্ভর করে। নারীসমাজ মোট জনগোষ্ঠীর অর্ধেক। সমগ্র জাতির যা অর্জন ও সাফল্য তার পেছনেও পুরুষের পাশাপাশি নারী সমাজের সমান অবদান ও অংশীদারিত্ব রয়েছে। এই সত্যটি যারা অনুভব করেন না বা বিশ্বাস করেন না তারা সমাজ প্রগতির প্রতিপক্ষ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলস্থ বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সমাজের কোনো কোনো মহল নারী সমাজকে শৃঙ্খলিত করে রাখতে চায়। তারা মনে করে নারীরা সন্তান জন্মদান, প্রতিপালন ও গৃহস্থালীর কাজেই ব্যস্ত থাকবে। এরা সমাজ প্রগতির শত্রু এবং পশ্চাৎপদ মানসিকতায় অন্ধকার যুগে বাস করছে। আজকের আধুনিক সমাজ ব্যবস্থায় ঐ নারী বিদ্বেষী মহলটিকে সামাজিকভাবে বয়কট করতে হবে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এই সময়ে নারী নির্যাতন বেড়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর মেয়েরা শিক্ষাকার্যক্রম থেকে ঝরে পড়েছে। এমনকি বাল্য বিবাহের প্রবণতাও দৃশ্যমান ছিল। তাই এক্ষেত্রে নারীর সামাজিক সুরক্ষার বিষয়টি এখন বড় হয়ে দাঁড়িয়েছে। করোনাকাল পরবর্তী সময়ে নারী সমাজের অগ্রগতির ক্ষেত্রে যে সকল বাধাগুলো বিদ্যমান তা অবশ্যই অপসারণ করতে হবে এবং রাষ্ট্রে, সমাজে এমনকি পরিবারে নারীর মতামতকে অগ্রাধিকার দিতে হবে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, খুরশিদা বেগম, আফরোজা কালাম, হাসিনা আক্তার টুনু, শারমিন ফারুক, হুরে আরা বিউটি, আয়শা আলম, তসলিমা নুরজাহান রুবি, আঞ্জুমান আরা বেগম, জেনিফার, শাহীন আক্তার, শিরীন আক্তার, লাভলী বেগম, ফারজানা মুন্নী, নাছিমা আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়াকে বন্দি রেখে দেশ পঙ্গু করে দেয়া হচ্ছে
পরবর্তী নিবন্ধডা. বেগম নুরুন নাহার জহুরের ৩৬ তম মৃত্যুবার্ষিকী আজ