ডায়মন্ড সিমেন্টের বার্ষিক বিপণন সম্মেলন

| বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

ডায়মন্ড সিমেন্টের বার্ষিক বিপণন সম্মেলন গত ৩১ জানুয়ারি ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব হলে অনুষ্ঠিত হয়। পরিচালক লায়ন মো. হাকিম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পারভেজ।

বক্তব্য দেন, ডিসিএল ব্লকের পরিচালক আবদুল্লাহ ইফতেখার চিশতী, ফরচুন নেভিগেশনের পরিচালক আবদুল্লাহ আল মামুন, ডায়মন্ড সিমেন্টের উপ পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ, জিএম (একাউন্টস) এবিএম কালাম উদ্দীন, জিএম (প্ল্যান্ট) গোলাম মোস্তফা, হেড অফ সেলস (চট্টগ্রাম) আব্দুর রহিম। উপস্থিত ছিলেন, ডায়মন্ড সিমেন্টের ডিজিএম (একাউন্টস) আব্দুল হান্নান, ডিজিএম (প্রোডাকশন) সাজ্জাদুল আনিস চৌধুরী শাহীন, এজিএম (সেলস) কামরুজ্জামান, এজিএম (কর্পোরেট) দীপ্তিমান দাস, এজিএম (এডমিন) মো. হারুনুর রশীদ, সিনিয়র ম্যানেজার (সেলস) এমএ মোতালেব, ফজলুল কাদের, সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিক্যাশন) মো. আমান উল্লাহ চৌধুরী, সিনিয়র ম্যানেজার (টেকনিক্যাল সার্ভিসেস) ইশতিয়াক রায়হান মাহমুদ, সিনিয়র ম্যানেজার (লজিস্টিক) কাজী শাহ এমরান সহ ডায়মন্ড সিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা বলেন, ডায়মন্ড সিমেন্ট উৎপাদনের শুরু থেকে গুণগত মান ধরে রেখেছে। ফলে ভোক্তা সাধারণের কাছে এ সিমেন্টের প্রতি আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানের ক্ষেত্রে কোনো ছাড় দেয় না ডায়মন্ড সিমেন্ট। অনুষ্ঠানে ২০২২ সালের বিক্রয় ও বিপণনে বর্ষসেরা পারফরম্যান্স পুরস্কার বিতরণ করা হয়। বিপণন বিভাগের ডেপুটি ম্যানেজার (কর্পোরেট) জাহিদুল ইসলাম শাহ ১ম, এক্সিকিউটিভ মোহাম্মদ আরিফ ২য়, সিনিয়র এক্সিকিউটিভ ওসমান চৌধুরী ৩য়, এক্সিকিউটিভ হাবিবুল ইসলাম ৪র্থ এবং সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ আলী ৫ম হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় গোল্ডকাপ ফুটবলে আবাহনীর জয়লাভ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সফরে দল গঠন নিয়ে সমস্যায় ইংলিশরা