ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল প্রাইভেটকার

কদমতলী রেলগেট এলাকা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

নগরীর কদমতলী রেলগেট এলাকায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একটি প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল রোববার দুপুর আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, দুপুরে চট্টগ্রাম রেলস্টেশন থেকে মার্শালিং ইয়ার্ডের একটি ইঞ্জিন নগরীর পাহাড়তলীর দিকে যাচ্ছিল। কদমতলী রেলগেইট অতিক্রম করার সময় উল্টোপথ দিয়ে একটি প্রাইভেটকার রেললাইনে উঠে পড়ে। এতে ইঞ্জিনের ধাক্কায় প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় রেলগেইটের আশেপাশে মানুষের ভিড় বেড়ে যায়। তবে প্রাইভেটকার চালক ওই অবস্থায় গাড়িটি চালিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আজাদীকে বলেন, দুপুরের দিকে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর পরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধাক্কায় গাড়িটির পেছনে ক্ষয়ক্ষতি হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম আজাদীকে বলেন, দুপুরে দিকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে মার্শালিং ইয়ার্ডের একটি ইঞ্জিন পাহাড়তলীর দিকে যাওয়ার সময় কদমতলী রেলগেইটে উল্টোপথ দিয়ে আসা প্রাইভেটকার রেললাইনে উঠে পড়ে। এতে ইঞ্জিনের ধাক্কায় প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধবনজ কুমারসহ ৬ জনের বিরুদ্ধে বাবুলের মামলার আবেদন খারিজ
পরবর্তী নিবন্ধশ্রদ্ধা ও ভালোবাসায় ইঞ্জিনিয়ার আবদুল খালেককে স্মরণ