টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন ডু প্লেসি

| বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে টেস্ট ছাড়ার ঘোষণা দেন তিনি। ডু প্লেসি লেখেন, ‘আমার হৃদয় একদম স্বচ্ছ। নতুন অধ্যায় শুরু করার এটাই সঠিক সময়।’ ২০১২ সালে অ্যাডিলেডে নিজের অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে নজর কাড়েন ডু প্লেসি। এরপর দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৬৯টি টেস্ট খেলেন ৩৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। ৩৬ ম্যাচে দেশের নেতৃত্ব দিয়েছেন তিনি। গত জানুয়ারিতে ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে সিরিজ হারের পর টেস্ট নেতৃত্ব ছাড়েন তিনি। টেস্ট ক্রিকেটে ৪ হাজার ১৬৩ রান আছে ডু প্লেসির। ব্যাটিং গড় ৪০.০২। সেঞ্চুরি ১০টি এবং ফিফটি আছে ২১টি।

পূর্ববর্তী নিবন্ধপেয়ার মোহাম্মদ স্মৃতি ক্রিকেট সম্পন্ন
পরবর্তী নিবন্ধকাল বিভাগীয় পর্যায়ে প্রতিভাবান ফুটবলার বাছাই কার্যক্রম