টেকনাফে রোহিঙ্গা ছিনতাইকারী আটক

চায়নিজ ছুরি উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৩২ অপরাহ্ণ

রোহিঙ্গা ক্যাম্পের চিহ্নিত ছিনতাইকারী নবী হোসেনকে চায়নিজ ছুরিসহ আটক করা হয়েছে।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) সাড়ে ৫টার দিকে কক্সবাজারের উখিয়া কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ‘বি’ ব্লকের একটি সেলুন থেকে কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা তাকে আটক করে।

সে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ‘বি’ ব্লকের ৩১নং শেডের ৫ রুমের মৃত আব্দুস সালামের ছেলে।

কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক এসপি মো নাইমুল হক বলেন, “আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ‘বি’ ব্লকের একটি সেলুনে রোহিঙ্গা নবী হোসেন সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারালো ছুরি নিয়ে আড্ডা দিচ্ছে এমন সংবাদ পায় এপিবিএন ইনচার্জ। উক্ত সংবাদ পেয়ে কুতুপালং পুলিশ ক্যাম্পের মোবাইল টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে মো. নবী হোসেনকে ধারালো চায়নিজ ছুরি সহ আটক করে। সে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ‘বি’ ব্লকের ৩১নং শেডের ৫ রুমের মৃত আব্দুস সালামের ছেলে।”

এসময় সে পুলিশকে লক্ষ্য করে ছুরিকাঘাত করলে পুলিশের একজন সদস্য আহত হয়।

এ বিষয়ে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ১৪ এপিবিএন অধিনায়ক।

স্থানীয় সাধারণ রোহিঙ্গারা অভিযোগ করেছে ধৃত নবী হোসেন কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে বিভিন্ন পয়েন্টে ছিনতাই সহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল।

এছাড়া কথিত আরসা নেতা রহিম মাস্টারের সহযোগী হিসেবে ক্যাম্পে প্রভাবশালী হয়ে উঠে সে।

পূর্ববর্তী নিবন্ধঅতিরিক্ত চাকার ভেতর ৩ হাজার ইয়াবা
পরবর্তী নিবন্ধট্রাফিক পরিদর্শককে পরিবহন শ্রমিকদের ধাওয়া (ভিডিও দেখুন)