টেকনাফে উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ জানুয়ারি, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

টেকনাফে উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।

উন্নয়ন সংস্থা উত্তরণের টেকনিক্যাল অফিসার আব্দুর রহিমের সঞ্চালনায় সাপোর্টিং হারমনি, ইমপ্রুভিং নিউট্রেশন এন্ড এনভায়রনমেন্ট ফর দ্যা রোহিঙ্গা এন্ড হোস্ট কমিউনিটি(এসএইচআইএনই/সাইন) প্রজক্টের বিভিন্ন দিক তুলে ধরেন হেলভেটাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানাজার জি এম জাহাঙ্গীর কবির ও উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক মো. মোস্তফা মনোয়ার পারভেজ।

প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শওকত হোসেন ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহিব উল্লাহ, মুক্তিযোদ্ধা এমএ জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সহ-সভাপতি আশেক উল্লাহ ফারুকী প্রমুখ।

হেলভেটাস বাংলাদেশের আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের ২০০-২৫০ টি স্থানীয় পরিবারের ক্ষতিগ্রস্ত, দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে প্রতি বছরে ৫৬ লাখ টাকা ব্যয়ে ৩ বছর মেয়াদের এই প্রকল্প বাস্তবায়ন করছে।

পূর্ববর্তী নিবন্ধকন্যা সন্তান
পরবর্তী নিবন্ধবস্তুনিষ্ঠ লেখনীতে সমাজ আলোকিত হয়