টুঙ্গিপাড়ার সেই ছেলেটি

সুবর্ণা দাশ মুনমুন | বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

টুঙ্গিপাড়ার সেই ছেলেটি
খোকা নামেই ডাকতো তারে,
স্বাধীনতার দাম দিল সে
বুকের রক্তে,নয়কো ধারে।

৭ ই মার্চে ডাক দিল সে
যেন বাঘের গর্জন,
সেই ডাকেতেই ধরা দিল
মুক্তি নামের অর্জন।

একাত্তরের ছাব্বিশে মার্চ
কইল স্বাধীনতা,
উঠলো হেসে মুক্তি সুখে
ফুল, পাখি আর লতা।

মানুষরাওতো স্বাধীন হলো
বুঝলো না তার দাম,
বুঝলোনা যে মুজিব মানেই
বাংলার আরেক নাম।

খোকা যেদিন শহীদ হলো
বুকের রক্ত গড়িয়ে দিয়ে,
কাঁদলো শোকে পদ্মা, মেঘনা
জলের বুকে ঢেউ থামিয়ে।

এতো যে আজ শোকের বন্যা
পঁচাত্তরে ছিলনা তা,
সব কি তবে লোক দেখানো
স্বার্থপরের পর্দা ঢাকা?

হোক সে মানুষ স্বার্থপরটা
নয় কিছু সে ভিন্ন,
হিজল বনে মাতম চলে
সেই খোকাটির জন্য।

পূর্ববর্তী নিবন্ধখোকন, মানুষ তুমি হবে
পরবর্তী নিবন্ধমাকে মনে পড়