জৈব সুরক্ষা বলয় ভাঙ্গায় তদন্তের মুখে সাকিবরা

| রবিবার , ৬ জুন, ২০২১ at ৭:৫২ পূর্বাহ্ণ

ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনে এসে জৈব সুরক্ষা বলয় ভেঙেছেন সাকিব আল হাসান। ফলে তার ‘কারণে’ তদন্তের মুখে পড়তে হচ্ছে তার দল মোহামেডানকে। গত ৪ জুন অনুশীলনে জৈব সুরক্ষা বলয় ভাঙেন মোহামেডান অধিনায়ক সাকিব। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বিসিবি। জৈব সুরক্ষা বলয় ভাঙার ঘটনায় শনিবার বিকেলে বৈঠকে বসেছিল সিসিডিএম ও বিসিবির কর্তারা। ওই বৈঠক শেষে সিসিডিএমের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিসিবি। কীভাবে জৈব সুরক্ষা বলয় ভেঙেছে, বিসিবি সেটি স্পষ্ট করে না বললেও জানা গেছে, সাকিবের কারণেই তদন্তের মুখে মোহামেডান। শুক্রবার মোহামেডানের ক্রিকেটারদের ছুটি থাকলেও মাঠে এসেছিলেন সাকিব। মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করেন এই অলরাউন্ডার। এই অনুশীলনেই জৈব সুরক্ষা ভেঙেছেন তিনি। সুরক্ষা বলয়ে না থাকা একজন নেট বোলারকে নিয়ে অনুশীলন করেছেন তিনি। এখানেই শেষ নয়, সাকিবের অনুশীলনের সময় সেখানে সাদা শার্ট পরা একজনকে দেখা যায়। তিনি ফোনে ছবি তুলছিলেন।

পূর্ববর্তী নিবন্ধভারতকে আটকাতে রক্ষণে চ্যালেঞ্জ দেখছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধকবি আশীষ সেন-এর ‘তোমারি জন্য ভাসিয়েছি ভেলা’