জেনারেল হাসপাতালে দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা প্রদান

| বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৫:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের পক্ষ থেকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীরের মাধমে জেলা সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির হাতে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দুটি তুলে দেন ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া। এসময় বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ও কোভিড-১৯ ফোকাল পারসন ডা. মো. আবদুর রব। এসময় উপস্থিত ছিলেন হাসপাতাল আইসিইউ ইউনিটের কনসালট্যান্ট ডা. রাজদ্বীপ বিশ্বাস ও কনসালট্যান্ট ডা. মৌমিতা দাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল বর্তমানে কোভিড রোগীদের চিকিৎসার জন্য মাইল ফলক। কোভিড-১৯ আক্রান্ত বোগীদের বিশেষায়িত সেবার জন্য এ হাসপাতালে বিআইটিআইডি, বান্দরবান ও ফেনীসহ বিভাগের অন্যান্য জেলার প্রশিক্ষিত সরকারি চিকিৎসকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এখান থেকে যারা প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন তারা ভবিষ্যতে কোভিড রোগীদের চিকিৎসায় দেশে দৃষ্টান্ত স্থাপন করবে। ভবিষ্যতে নিজেদের সক্ষমতা বাড়াতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, করোনা রোগীদের অন্যতম ঠিকানা জেনারেল হাসপাতালকে আরো সুসংহত করতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, করোনা রোগীদের চিকিৎসা-সেবার মাধ্যমে এ হাসপাতাল যাত্রা শুরু করে।
ফিল্ড হাসপাতালের কার্যক্রম আপাতত বন্ধ থাকলেও ভবিষ্যতে নতুন উদ্যেমে কাজ শুরু করার চিন্তা-ভাবনা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ১০ হাজার চারা বিতরণ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে শনাক্তের হার ৪৪.৩৩