খাগড়াছড়িতে শনাক্তের হার ৪৪.৩৩

একদিনেই করোনা আক্রান্ত ৪৩ জন

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৫:০৫ পূর্বাহ্ণ

পাহাড়ে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে খাগড়াছড়ি এখন করোনার হট স্পটে পরিণত হয়েছে। প্রতিদিনই বাড়ছে সংক্রমণের হার। গতকাল বুধবার রেকর্ড করোনা শনাক্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪.৩৩ শতাংশ। এর আগে সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৪১.০৫ শতাংশ। চলতি মাসের প্রথম সাত দিনে করোনায় আক্রান্ত হয়েছে ২শ ৪৯ জন। জুলাই মাসের প্রথম সাত দিনে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৩৬.৭৮ শতাংশ। অথচ জুন মাসের ত্রিশ দিনে আক্রান্ত হয়েছিল ২শ ৯৬ জন, শনাক্তের হার ছিল ১৮ শতাংশ।
খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন নুপুর কান্তি বিশ্বাস বলেন, জেলা সদরের পাশাপাশি কয়েকটি উপজেলায় সংক্রমণের হার বাড়ছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। লক্ষণ দেখা দিলে নমুনা পরীক্ষার অনুরোধ জানান তিনি। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে রোগীর সংখ্যা ৩৬ জন।

পূর্ববর্তী নিবন্ধজেনারেল হাসপাতালে দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা প্রদান
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ৩৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার